আল্লাহ ও নবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে শাস্তির দাবিতে লালপুর বিক্ষোভ
লালপুর প্রতিনিধি :
নাটোরের লালপুরে আল্লাহ ও রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তিকারী রাখাল রাহার দ্রুত গ্রেপ্তার এবং র্যাব কর্মকর্তা আলেপের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর লালপুর ত্রিমহোনিতে তৌহিদী ছাত্র-জনতা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়, যেখানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের এই দেশে থাকার অধিকার নেই। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, অন্যথায় জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।
তারা আরও বলেন, “একটি মুসলিম দেশে কীভাবে রাখাল রাহা ও হাসান গালিব প্রকাশ্যে ধর্ম অবমাননা করে? আমরা তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
উল্লেখ্য, সম্প্রতি রাখাল রাহা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে অবমাননাকর একটি পোস্ট দেন, যা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
বিক্ষোভ শেষে নেতারা হুঁশিয়ারি দেন, অন্তর্বর্তী সরকার যদি দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।