• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ

লালপুরে পরিত্যক্ত ভবনসহ জমি জবর দখলের চেষ্টা

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

লালপুরে পরিত্যক্ত ভবনসহ জমি জবর দখলের চেষ্টা

লালপুর ( নাটোর) প্রতিনিধি: লালপুরে কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত ভবনসহ জমি জবর দখলের চেষ্টা হচ্ছে। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, লালপুরের বিলমাড়ীয়াতে কৃষি অধিদপ্তরের প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের জমি জবর দখল করার চেষ্টা করছে গোলাম রসুল গং। নাগশোষা মৌজার ২ নং খতিয়ানের ৬৮ নং দাগটির মালিক বাংলাদেশ সরকারের পক্ষে ওয়ার্কম বিল্ডিন্স ডিপার্টমেন্ট। এ জমিতে ৬০দশকে নির্মিত কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত ভবন রয়েছে । বিশ বছর আগেও এখানে কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা বসবাস করেছেন। নাগশোষা গ্রামের মৃত আলীজান শাহের ছেলে গোলাম রসুল গং দফায় দফায় জবর দখল করার চেষ্টা করছে। তারা পরিত্যক্ত ভবন ও প্রাচীরের ইট, ঘরের দরজা জানালা ভেঙ্গে ভেঙ্গে নিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানান।
এ প্রসঙ্গে গোলাম রসুল জানান, সে নিজে ও তার ভাই যুবলীগ কর্মী নাসির শাহ এ জমির মালিক। খারিজ কেস নং ৬০১৩/২৩-২৪ তাদের নামে প্রস্তাবিত ৯৫৯ খতিয়ান হয়েছে।
গত বছরের ২২ নভেম্বর এ জমি যুবলীগ কর্মী নাসির, গোলাম রসুলের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ জবরদখল করে ঘর তোলার চেষ্টা করলে, স্থানীয় লোকজন বাধা দেয়। এ খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসলে রসুল গংরা পালিয়ে যায়।
আর এস রেকর্ড অনুযায়ী এ জমিতে গোডাউন আছে এবং সরকার মালিক রয়েছে। সে জমি কিভাবে ব্যাক্তি মালিকানা হয় এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ ব্যাপারে বিলমাড়ীয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, গোলাম রসুলরা কৃষি অফিসের জায়গা কিভাবে দখল করতে চাই এটা বুঝে আসে না, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার এবিষয়ে কিছুই বলতে পারেন নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা