নিজস্ব প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলার এম. আর উচ্চ বিদ্যালয় ও ভোকেশনাল শাখার ২০২৫ সালের বিদায় এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মনিহারপুর – রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমেটির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে সহকারী শিক্ষক আব্দুল মান্নান এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, দুড়দুড়ীয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ গোলাম কিবরিয়া, কৃষক দলের আহবায়ক মুনছুর রহমান, বিএনপি নেতা ও দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান, সহকারী শিক্ষক আব্দুল হান্নান, মোঃ আলমগীর আলী, মোঃ আনোয়ার হোসেন, যুবদলের সদস্য ও প্রাপ্তন ছাত্র সিরাজুল ইসলাম প্রমুখ।