লালপুর প্রতিনিধি:
রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে প্রতিষ্ঠান প্রধানদের আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের আওতায় ছয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৮ মার্চ ২০২৫ থেকে ১৩ মার্চ ২০২৫ পর্যন্ত চলা এই প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অংশগ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষণের ১৪তম ব্যাচে কৃতিত্বের সাথে দ্বিতীয় স্থান অধিকার করেন নাটোরের লালপুর উপজেলার নজরুল নগর ঘাটমোড়দহ মডেল কলেজের অধ্যক্ষ মোঃ ইনতাজ আলী। প্রশিক্ষণে তাঁর দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে পুরস্কার প্রদান করা হয়।
এই প্রশিক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানরা আইসিটি ব্যবহারের মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও আধুনিক করতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।